সিগারেট খাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্ব, প্রহরীকে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গাজীপুরের শ্রীপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া উত্তর পাড়া গ্রামের সিগারেট খাওয়া কে কেন্দ্র করে দ্বন্দ্বে সহকর্মী নিরাপত্তা প্রহরীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর অভিযুক্ত যুবক পলাতক।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিহতের পরিবারের পক্ষে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি মো. শফিকুল আলম জয় (২৮) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার হোসেনপুর গ্রামের ছেলে। আর নিহত জীবন চন্দ্র বিশ্বাস (২৮) ময়মনসিংহের তারাকান্দা থানার শাকেরআঁটি গ্রামের রাজেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে।অভিযুক্ত শফিকুল ও নিহত জীবন এইজিস সিকিউরিটি লিমিটেডের অধীন গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া হাজী মার্কেট এলাকার রেনেটা হ্যাচারি লিমিটেডে নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত ছিল। তারা কোম্পানির ভাড়া করা কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হ্যাচারির পার্শ্ববর্তী ধনুয়া উত্তরপাড়া গ্রামের আবেদ আলীর বাড়িতে থাকতেন।
নিহতের ছোট ভাই সুমন চন্দ্র বিশ্বাস জানান, গত বুধবার (৯ ফেব্রুয়ারি) সিগারেট সেবন নিয়ে জীবনের সাথে শফিকুলের ঝগড়া হয়। পরে বিষয়টি এইজিস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের সুপার ভাইজার রিপন সরকার মীমাংসার করে দেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিল জীবন। এ সময় শফিকুল দরজা খুলতে বললে জীবন দরজা খুলে দেওয়ার সাথে সাথেই শফিকুল তার হাতে থাকা ছুরি দিয়ে জীবনের তলপেটে আঘাত করে। এসময় জীবন চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত পৌনে ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জনবাণীকে জানান, নিরাপত্তাপ্রহরীকে হত্যার ঘটনায় একটি অভিযোগ থানায় জমা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএ/