টেকনাফে অস্ত্র ও গুলিসহ এক অপহরণকারি আটক

অজ্ঞাত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে জিন্মি পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়
বিজ্ঞাপন
কক্সবাজারের টেকনাফে ‘পু্লিশের অভিযানের মুখে অপহৃতকে’ ছেড়ে দিয়ে পালানোর সময় অস্ত্র ও গুলিসহ এক অপহরণকারি আটক হয়েছে।
আরও পড়ুন: সিলেটের নিখোঁজ সেই ৬ জন টেকনাফে উদ্ধার
বিজ্ঞাপন
রবিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনারপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান, টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
বিজ্ঞাপন
আটক মো. রিদুয়ান (২০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার আব্দুস সালামের ছেলে।
ভূক্তভোগী মো. ফরিদুল উল্লাহ (৪৩) একই ইউনিয়নের দক্ষিণ আলিখালী এলাকার মোহাম্মদ সৈয়দের ছেলে।
বিজ্ঞাপন
গিয়াস উদ্দিন বলেন, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে হ্নীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার পশ্চিম পাশের ফসলি খেত থেকে ফরিদুল উল্লাহ বাড়ী ফিরছিলেন। এক পর্যায়ে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাকে জিন্মি পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়। রাতেই ঘটনাটি শোনার পর পরিবারের লোকজন খবরটি পুলিশকে অবহিত করেছে।
ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে পুলিশ অপহৃত যুবককে উদ্ধারে অভিযান শুরু করে। রবিবার রাতে অভিযানের এক পর্যায়ে পুলিশ প্রযুক্তির সহায়তায় দূর্বৃত্তদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
ওসি বলেন, ‘রাতে হ্নীলা ইউনিয়নের কোনারপাড়া নিচের রাস্তার পশ্চিম পাশের বিলে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহৃতকে ছেড়ে দেয়। এসময় ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর সময় পুলিশ এক দূর্বৃত্তকে ধরতে করতে সক্ষম হয়। এসময় তার দেহ তল্লাশী করে দেশিয় তৈরী ১ টি বন্দুক ও ৪ টি গুলি পাওয়া যায়।’
বিজ্ঞাপন
পু্লিশ জানায়, আটক রিদুয়ান একজন চিহ্নিত মাদক কারবারি। সে মাদক কারবারের পাশাপাশি সংঘবদ্ধ অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
বিজ্ঞাপন
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান, ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
বিজ্ঞাপন
এসডি/








