Logo

যাত্রীবাহী মাইক্রো ভেবে পুলিশের গাড়ী পথরোধ করে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৫, ২৪:১৭
22Shares
যাত্রীবাহী মাইক্রো ভেবে পুলিশের গাড়ী পথরোধ করে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলার দায়ের হয়েছে

বিজ্ঞাপন

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী  মাইক্রোবাস ভেবে পুলিশের গাড়ী পথরোধ করে ডাকাত দলের সদস্যরা। এসময় পুলিশের গাড়ি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টাকালে ২ জনকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলার দায়ের  হয়েছে। 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার কালাই উপজেলার চাকলমা নিমেরপাড়া গ্রামের  মৃত সৈয়দ আলী বাচ্চা মিয়ার ছেলে আজিজুর রহমান (৩৮) ও একই উপজেলার বিয়ালা গ্রামের মৃত আবুল হোসেন ছেলে মো. ইমদাদুল হক (৪৯) ।

বিজ্ঞাপন

রাববির (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুরের হিলি-ঘোড়াঘাট সড়কে পুলিশের একটি দল পিকআপে করে রাত্রীকালীন ডিউটি শেষে পেট্রোল পার্টির ইনচার্জ এসআই মো.রুবেল সরকার ও সঙ্গীর  ফোর্স থানায় ফেরার পথে ডাকাত দলের সদস্যরা টহল গাড়িটিকে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে পথরোধ করে থামানোর চেষ্টা করে। এসময় পুলিশ সদস্যরা দুইজন ডাকাতকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় ৫জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। আমরা গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭টি লাঠি, ১বটি, ১টি হাসুয়া ও বেশ কিছু রশি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD