Logo

ঘোড়াঘাটে কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটলেন জেলা প্রশাসক

profile picture
জনবাণী ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০২৪, ০২:৫১
44Shares
ঘোড়াঘাটে কোমলমতি শিশুদের নিয়ে কেক কাটলেন জেলা প্রশাসক
ছবি: সংগৃহীত

উপজেলার আবিবেরপাড়া গ্রামের মাহালীপাড়া গ্রামে কোমলমতি শিশুদের সাথে বড়দিনের কেক কাটেন

বিজ্ঞাপন

দিনাজপুরের ঘোড়াঘাটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে কোমলমতি শিশুদের সাথে আনন্দ উৎসব ও শুভেচ্ছা বিনিময় করেন, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার আবিবেরপাড়া গ্রামের মাহালীপাড়া গ্রামে কোমলমতি শিশুদের সাথে বড়দিনের কেক কাটেন তিনি। এসময় তিনি  উপস্থিত শিশুদের মাঝে চকলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন শিশুরা ফুলের মতো। ফুলকে যেমন যত্ন করলে সুবাস ছড়ায়, তেমনি শিশুদেরকে যত্ন করলে সমাজ বিকশিত হবে।

বিজ্ঞাপন

পরে তিনি এলাকার কোমলমতি শিশুদের জন্য বিকেল করে বিশেষ ভাবে পাঠদানের ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তার সঙ্গে  চলতি দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রেজওয়ান আসিফ, ঘোড়াঘাট থানার  ওসি মো.নাজমুল হক, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সাবেক ইউপি সদস্য সরলা হেমরম প্রমূখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD