ঘোড়াঘাটে বন্যার্তদের সাহায্যর্থে চ্যারেটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:০১ পিএম, ১২ই সেপ্টেম্বর ২০২৪

বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে দিনাজপুরের ঘোড়াঘাটে সকল সেচ্ছোসেবী সংগঠনের আয়োজনে শিক্ষক ও সাবেক খেলোয়াড় আল মামুনের পরিকল্পনায় চ্যারেটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঘোড়াঘাট ফুটবল খেলার মাঠে কে.সি পাইলট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম।
আরও পড়ুন: ঘোড়াঘাটে পাটের দাম পেয়ে খুশি কৃষক
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার তিতুমীর চৌধুরী টিটু প্রমুখ।
ফুটবল ম্যাচে ঘোড়াঘাট উপজেলা একাদশকে ট্রাইবেকারে হারিয়ে ১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় রাজশাহী সদর একাদশ। খেলাটি কেন্দ্র করে মাঠে শত শত লোকের সমাগম হয়।
এমএল/