বর্ণিল আয়োজনে জেলা প্রেস ক্লাব পটুয়াখালীর বার্ষিক বনভোজন চলছে
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৩

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রেস ক্লাব পটুয়াখালীর ২ দিনব্যাপী বার্ষিক বনভোজন চলছে।
সোমবার (২০ মার্চ) সাগর কন্যা কুয়াকাটা পর্যটন কেন্দ্রে এ বনভোজনের আয়োজন করা হয়।
এদিন প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকরা সাদা পোশাক পরে বনভোজনে অংগ্রহণ করে।
সংবাদ কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দিনটি অত্যন্ত আনন্দ উল্লাসে মুখরিত আছে।
এদিকে সন্ধ্যা ৭ টার দিকে সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হোসেন, সাবেক মেয়র মো. আব্দুল বারেক মোল্লা, জেলা প্রেস ক্লাব পটুয়াখালীর সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সাধারণ সদস্যরা উপস্থিত থাকবেন।