বঙ্গবন্ধুর সমাধিতে সিরাজগঞ্জ জেলা আ.লীগের শ্রদ্ধা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫৯ পূর্বাহ্ন, ২১শে মার্চ ২০২৩
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি।
সোমবার (২০ মার্চ) নবগঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে এম হোসেন আলী হাসান এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন জানানো হয়।
এরপর '৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
পরে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে, শপথ বাক্য পাঠ করান কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, শপথ বাক্যের মধ্যে বলেন, আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে সিরাজগঞ্জ জেলার ৬ আসন উপহার দিবেন।
এসময় সিরাজগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবুর মিল্লাত মুন্না, ৩ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, ৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল। উপদেষ্টা পরিষদের সদস্য সম্পাদক মন্ডলী, সদস্য সদস্যসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।