ভাঙ্গায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে মার্চ ২০২৩
ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ ) ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহামুদুল হাসান, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহলাদ চন্দ্র বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলার বিভিন্ন হাই স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আরএক্স/