সখিপুরে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৭ এএম, ২২শে মার্চ ২০২৩

টাঙ্গাইলের সখিপুরেপাথারপুর চৌরাস্তার পশ্চিম পাশ থেকে বিদ্যুতের ১০০ কেবির লাইনের একটি ট্রান্সমিটার চুরি হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে চুরি হওয়া ট্রান্সমিটারের কিছু যন্ত্রাংশ দেখতে পেয়ে বিদ্যুৎ অফিসে ফোন করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সখীপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আবুবকর তালুকদার।
এলাকাবাসী জানান, সকালে হাঁটতে গিয়ে দেখা যায় ট্রান্সমিটারের কিছু যন্ত্রাংশ মাটিতে পড়ে আছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন করেন স্থানীয়রা। তবে রাতের বেলা থেকেই এই লাইনে বিদ্যুৎ ছিল না বলে জানায় তারা।
ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান, এই এলাকায় প্রথম ট্রান্সমিটার চুরি হলো। স্থানীয়রা বিষয়টি জানালে আমি বিদ্যুৎ অফিসে ফোন করি।
সখীপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী গণমাধ্যমকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে সখীপুর থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
জেবি/এসবি