সাফারি পার্কে প্রাণীর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গাজীপুরের
শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ হয়ে ২ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি
পর্যন্ত ১১টি জেব্রা ও একটি রয়েল বেঙ্গল টাইগার মারা যাওয়ার ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা
এবং নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না সেটিও জানতে চাওয়া হয়েছে রুলে।
রবিবার
(১৩ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে
গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আদেশের
বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আতাউল্লাহ নুরুল কবীর। এর আগে ২ ফেব্রুয়ারি
এ নিয়ে রিট করা হয়। ওই রিটের শুনানি নিয়ে আজ এই আদেশ দেন আদালত।
প্রসঙ্গত,
চলতি বছরের ২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পার্কের ১১টি জেব্রা, একটি বাঘ ও
একটি সিংহ মারা যায়। এ ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে তদন্ত কমিটি গঠন ও বন অধিদফতর
পার্কের তিন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে প্রত্যাহার করে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন
মন্ত্রণালয়।
ওআ/