৩৫ দিনের ছুটিতে যাচ্ছে সাত কলেজ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৩

৩৫ দিনের ছুটি পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে ২৭ এপ্রিল। তবে সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন কলেজের অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে।
রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশসহ অন্যান্য উৎসব ঘিরে মোট ৩৫ দিনের ছুটি দেওয়া হচ্ছে মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।
তিনি বলেন, কিছু কলেজ ইতোমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে আর বাকীগুলো আলাদা আলাদা ভাবে বিজ্ঞপ্তি দিয়ে ছুটির বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেবে। বিভিন্ন দিবস ও ছুটি উপলক্ষে সাত কলেজের সব ক্লাস ৩৫ দিন স্থগিত থাকবে। তবে পূর্বঘোষিত সকল পরীক্ষা যথাসময়ে নির্ধারিত কেন্দ্র অনুষ্ঠিত হবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কুয়েট ভিসির অপসারণ চেয়ে জাবি শিক্ষার্থীদের আমরণ অনশন

শত প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার গল্প উচ্চশিক্ষার আশায় আল রোবার অদম্য লড়াই

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের আমরন অনশণ

কুয়েট ভিসির অপসারণ না হলে অনশনে বসবেন জাবির শিক্ষার্থীরা
