৩৫ দিনের ছুটিতে যাচ্ছে সাত কলেজ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৩


৩৫ দিনের ছুটিতে যাচ্ছে সাত কলেজ
সাত কলেজ

৩৫ দিনের ছুটি পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। 


বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে ২৭ এপ্রিল। তবে সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন কলেজের অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে।


রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস, ঈদুল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশসহ অন্যান্য উৎসব ঘিরে মোট ৩৫ দিনের ছুটি দেওয়া হচ্ছে মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।


তিনি  বলেন, কিছু কলেজ ইতোমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে আর বাকীগুলো  আলাদা আলাদা ভাবে বিজ্ঞপ্তি দিয়ে ছুটির বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেবে। বিভিন্ন দিবস ও ছুটি উপলক্ষে সাত কলেজের সব ক্লাস ৩৫ দিন স্থগিত থাকবে। তবে  পূর্বঘোষিত সকল পরীক্ষা যথাসময়ে  নির্ধারিত কেন্দ্র অনুষ্ঠিত হবে।


আরএক্স/