ঘোড়াঘাটে কাভার্ড ভ্যান-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:০৯ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


ঘোড়াঘাটে কাভার্ড ভ্যান-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের
ঘোড়াঘাটে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক ও কাভার্ড ভ্যান

দিনাজপুরের ঘোড়াঘাটে কয়লা বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক সুলতান মিয়া (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


নিহত ব্যক্তি টাঙ্গাইল জেলার ভুঁইয়াপুর উপজেলার দিঘীচর গ্রামের আজাহার আলীর ছেলে। মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের কলাবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 


জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে এসে কাভার্ড ভ্যান চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে তিনি মারা যান।


ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, কয়লা বোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানটি থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।