কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২১ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
ফাইল ছবি

কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২১ মার্চ)পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার দুজন হলেন- কুলিয়ারচর উপজেলার কৃষক মুজিবুর রহমান হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কাজল মিয়া (৪৫) ও মাদক মামলার আসামি পাকুন্দিয়া উপজেলার রনি ওরফে রাজু (৩৪)।


র‌্যাব সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে ২০০০ সালের ২৫ জানুয়ারি কুলিয়ারচর উপজেলার মাইজপাড়া এলাকার মো. কাজল মিয়ার বাড়ির সামনে ভিকটিম মজিবুর রহমানকে আংগুর মিয়া, ধনু মিয়া, মো. কাজল মিয়া, ফজলু মিয়া ও নাজির উদ্দিন মিলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের ছেলে আয়াতুল্লাহ বাদী হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 


আদালত বিচার শেষে উল্লেখিত আসামিদেরকে যাবজ্জীন কারাদণ্ড প্রদান করেন। আসামি ধনু মিয়া এবং নাজির উদ্দিন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং আসামি আংগুর মিয়া ও ফজলু মিয়া বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। গ্রেফতার আসামি কাজল মিয়া ঘটনার পর থেকেই আত্মগোপনে চলে যান এবং সাজা থেকে বাঁচতে কিশোরগঞ্জ ছেড়ে বিভিন্ন জায়গায় তার নাম ও বেশ পরিবর্তন করে দীর্ঘ ২২ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিলেন। 

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলার বায়েজিদ থানাধীন বেলতলা এলাকা থেকে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এম.এম. সবুজ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে কাজল মিয়াকে গ্রেফতার করে।


গ্রেফতার কাজল মিয়া কুলিয়ারচর উপজেলার মাইজপাড়া এলাকার মৃত নাজির মিয়ার ছেলে।


অপরদিকে, দীর্ঘ ১৫ বছর পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি ওরফে রাজুকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।


তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শালংকা গ্রামের মো. আপ্তাব উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, ২০০৮ সালের জুলাই মাসে ফেনসিডিলসহ রাজধানীর খিলগাঁও থানায় গ্রেফতার হন রাজু। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মাদক মামলা রুজু হয়। পরে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান রাজু। 


মামলাটি বিচার শেষে আদালত তাকে যাবজ্জীন সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি রাজু সাজা থেকে বাঁচতে কিশোরগঞ্জ ছেড়ে বিভিন্ন জায়গায় তার নাম ও বেশ পরিবর্তন করে দীর্ঘ ১৫ বছর যাবত পালিয়ে বেড়াচ্ছিলেন।