ইবিতে 'সামাজিক বিজ্ঞান গবেষণা' বিষয়ক কর্মশালা


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


ইবিতে 'সামাজিক বিজ্ঞান গবেষণা' বিষয়ক কর্মশালা
ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মার্কেটিং বিভাগে শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যে দিনব্যাপী ‘সামাজিক বিজ্ঞান গবেষণার ল্যান্ডস্কেপ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ১০৫ নং কক্ষে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।


মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামাণিকের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ মতিউর রহমান।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. সাদিকুল আজাদ, সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক মো. আলাল উদ্দিন ও মো. রুহুল আমিন।


কর্মশালায় রিসোর্স পার্সন অধ্যাপক ড. শেখ মতিউর রহমান সামাজিক বিজ্ঞান গবেষণার কৌশল এবং পদ্ধতির উপর বিস্তৃত আলোচনা করেন। এতে বিভাগের স্নাতকোত্তরে অধ্যায়নরত অন্তত ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


আরএক্স/