Logo

বাগেরহাটে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মার্চ, ২০২৩, ১৫:১৫
11Shares
বাগেরহাটে বেড়াতে এসে  ভারতীয় নাগরিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

গৌরি মহলি গত ১ মার্চ ভারত থেকে তার মামা বাড়ী বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্যাম পাড়া গ্রামের মিঠুন বৈরাগীর বাড়ীতে বেড়াতে আসেন।

বিজ্ঞাপন

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মামা বাড়ী বেড়াতে এসে গৌরি মহলি(৪৫) নামের এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২১ মার্চ) তিনি  হটাৎ অসুস্থ হয়ে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় এদিন রাত ৮টায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গৌরি মহলি গত ১ মার্চ ভারত থেকে তার মামা বাড়ী বাগেরহাটের চিতলমারী উপজেলার শ্যাম পাড়া গ্রামের মিঠুন বৈরাগীর বাড়ীতে বেড়াতে আসেন। মঙ্গলবার বিকেলে সে অসুস্থ হয়ে পড়লে চিতলমারী হাসপাতালে ভর্ত্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে রাত ৮ টার দিকে তাকে খুলনায় রেফার করা হলে সেখানে নেওয়ার আগেই গৌরি মহলির মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া কর্মকর্তা পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ভারতীয় নাগরিক গৌরি মহলি অসুস্থতা জনিত কারণে মারা যায় বলে চিতলমারী হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। 

তিনি আরও বলেন, পরে চিতলমারী  থানা পুলিশ ওই নারীর মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করত করে ময়না তদন্তের জন্য বুধবার সকালে বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। যেহেতু বিদেশী নাগরিক তাই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ হস্তান্তর করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD