আবারও ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের সংঘর্ষে আহত ৭


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৪ পূর্বাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


আবারও ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের সংঘর্ষে আহত ৭
আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ঢাকা কলেজের শিক্ষার্থীকে বাঁশ দিয়ে আঘাত করছে। ছবি: সংগৃহীত

ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই কলেজের অন্তত ৭ শিক্ষার্থী।


বুধবার(২২ মার্চ) দুপুরে ধানমন্ডির লেকপাড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


আহতদের মধ্যে ৫ জন ঢাকা কলেজের এবং আইডিয়াল কলেজের ২ শিক্ষার্থী বলে জানা গেছে।


জানা গেছে, আইডিয়াল কলেজের কোন এক শিক্ষার্থীকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মারধর করেছে এমন খবর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে ধানমন্ডি লেকপাড়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে দেখতে পেয়ে বাঁশের লাঠি নিয়ে অতর্কিত আক্রমণ করে।


ঢাকা কলেজের নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহবায়ক অধ্যাপক পুরঞ্জয় বিশ্বাস বলেন, এমন ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকেই আমরা নিবিড় পর্যবেক্ষণ কমিটির সদস্যরা সকালে ঐ এলাকা ঘুরে এসেছি। কলেজে আসার পরে শুনি এই ঘটনা ঘটেছে ৷


আইডিয়াল কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম বলেন, কী ঘটনা ঘটেছে সেটি জানি না। আমরা শুনেছি মারামারির ঘটনা ঘটেছে। 


তবে কোনো সংঘর্ষ হয়নি বরং কথা-কাটাকাটি থেকেই হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ্।