নারায়ণগঞ্জে বিস্ফোরণে সন্তান জন্ম দেওয়া কুলসুম মারা গেছেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:২৭ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


নারায়ণগঞ্জে বিস্ফোরণে সন্তান জন্ম দেওয়া কুলসুম মারা গেছেন
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার বাসায় বিস্ফোরণে দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া উম্মে কুলসুম মারা গেছেন। 


বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


শেখ হাসিনা জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, বিস্ফোরণে দগ্ধ হওয়ার পর সন্তান জন্ম দেওয়া উম্মে কুলসুম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ ছিল। তিনি ইনহ‍্যালেশন বার্ন হয়েছিলেন। 


এর আগে গত ১৩ মার্চ বেলা ১১টার দিকে দগ্ধ অবস্থায় কুলসুম বেগমের সিজার করা হয়। সিজারে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন।