কামরাঙ্গীরচরে স্কুলছাত্রীর আত্মহত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


কামরাঙ্গীরচরে স্কুলছাত্রীর আত্মহত্যা
ঢামেক হাসপাতাল। ফাইল ছবি

কামরাঙ্গীরচরের নয়াগাঁওয়ে রুবিনা আক্তার নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।


বুধবার (২২ মার্চ) রাত অচেতন অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


রুবিনার বাবা শাহজাহান সিরাজ জানান, আমার মেয়ের কামরাঙ্গীরচরের সূচনা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ সন্ধ্যার পরে বাসায় গিয়ে কাউকে কিছু না বলে গলায় ফাঁস দেয়।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানিয়েছি।