রাতে তারাবিহ নামাজ, কাল রোজা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৩শে মার্চ ২০২৩


রাতে তারাবিহ নামাজ, কাল রোজা
প্রতীকী ছবি

আজ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রাতে তারাবিহর সালাত আদায়ের পর ভোরে প্রথম সেহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রথম রোজা রাখবেন শুক্রবার।


বুধবার (২৩ মার্চ) বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এ তথ্য জানান।


তিনি জানান, দেশের আকাশে আজ কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শুক্রবার থেকে রোজা শুরু হবে। বৃহস্পতিবার রাতে তারাবিহর নামাজ পড়তে হবে এবং শেষ রাতে সেহরি খেতে হবে।


এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বুধবার সন্ধ্যায় পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেখানে আজ প্রথম রোজা রাখছেন মুসলমানরা।


পবিত্র কুরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও যাতে কেউ বঞ্চিত না হন সেজন্য রমজান মাসে খতমে তারাবিহ নামাজ পড়ার সময় সারা দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। রমজান মাসের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে এক পারা করে ২১ পারা তিলাওয়াত করতে আহ্বান জানানো হয়েছে।


এভাবে ২৬ রমজান রাতে অর্থাৎ শবেকদরে পবিত্র কুরআন খতম হবে।