অতিরিক্ত দামে মুরগি বিক্রির অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে তলব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১৮ এএম, ২৪শে মার্চ ২০২৩

ব্রয়লার মুরগি অতিরিক্ত দামে বিক্রির কারণ জানতে ৪টি প্রতিষ্ঠানকে তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (২৩ মার্চ) তাদেরকে ভোক্তা অধিকার অধিদফতরে ডাকা হয়েছে।
এই ৪ প্রতিষ্ঠান হলো কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ ও প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, অতিরিক্ত দামে মুরগি বিক্রির কারণ জানতে তাদের ডাকা হয়েছে। প্রতি কেজি মুরগির উৎপাদন খরচ তারা বলছে ১৩০ থেকে ১৪০ টাকা। কিন্তু, লাভের তো একটা সীমা থাকা উচিত। আমরা প্রমাণ পেয়েছি তারা ২২০ টাকা করে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি করছে। এর কারণটা কী সেটাই জানার জন্য তাদেরকে ডাকা হয়েছে।