ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটিতে বিআরটিসি বাসের ধাক্কা, নিহত ২


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৬ পূর্বাহ্ন, ২৫শে মার্চ ২০২৩


ঝালকাঠিতে বৈদ্যুতিক খুঁটিতে বিআরটিসি বাসের ধাক্কা, নিহত ২
ছবি: জনবাণী

ঝালকাঠির রাজাপুর উপজেলায় সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বিআরটিসি বাসের ধাক্কায় বাসের সুপারভাইজারসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ যাত্রী।


শুক্রবার (২৪ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কনুদাশকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- বাসের সুপারভাইজার মেহেদী হাসান (৪৫) ও যাত্রী পারভেজ হোসেন (৩৫)।


পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসির বাসটি বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মেহেদী ও যাত্রী পারভেজ নিহত হয়। এসময় বাসের আরও ১৫ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে বাসের চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।


আহত যাত্রীরা বলেন, বাসের চালক ও সুপারভাইজারের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা হওয়ায় বাসটি অতিরিক্ত গতিতে চালিয়েছেন চালক, যার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়।