বনানীতে হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৩


বনানীতে হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন
বনানীতে হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে হঠাৎ আগুন লেগে একটি অ্যাম্বুলেন্স পুড়ে গেছে বলে জানা গেছে। ইঞ্জিন ওভারহিটের কারণে এই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বনানী কবরস্থান রোডে অ্যাম্বুলেন্সটিতে হঠাৎ আগুন লেগে যায়। ওই সময় এতে কোনো রোগী ছিল না। 


এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।


ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জীবন মিয়া জানান, আগুন লাগার সময় অ্যাম্বুলেন্সে শুধু চালক ছিলেন।