সিদ্দিক বাজারে বিস্ফোরণে দগ্ধ আরও ১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৩
রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাসান (৩২) মারা গেছেন।
রবিবার (২৬ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাসান চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা গেছেন। তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছিল।
তিনি আরও জানান, নিহত হাসানের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার সোনাপুর এলাকায়। সে ওই এলাকার আবু আহম্মদ সিদ্দিকীর সন্তান ছিলেন।