পেঁপে দিয়ে মুরগির মাংস


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৩


পেঁপে দিয়ে মুরগির মাংস
পেঁপে দিয়ে মুরগির মাংস

সাহরি ও ইফতারে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এতে রোজায় সুস্থ থাকা সহজ হয়। সাহরিতে সাধারণত আমরা ভাত খেয়ে থাকি। এর সঙ্গে রাখতে হবে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। এ সময় ভাজাভুজি জাতীয় খাবার না খেয়ে রাখুন ঝোল জাতীয় তরকারি। সাহরিতে একটি স্বাস্থ্যকর পদ হতে পারে পেঁপে দিয়ে মুরগির মাংস। 

চলুন জেনে নেওয়া যাক রেসিপি


তৈরি করতে যা লাগবে


মুরগি- ১টি


পেঁপে- আধা কেজি


পেঁয়াজ কুচি- ২ টেবিল চামচ


আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ


হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে


জিরা গুঁড়া- আধা চা চামচ


এলাচ ও দারুচিনি- ২/৩


লবণ- স্বাদমতো


গরম মসলা গুঁড়া- আধা চা চামচ


কাঁচা মরিচ ফালি- ৭-৮টি


সয়াবিন তেল- ৪ টেবিল চামচ।


যেভাবে তৈরি করবেন


মুরগির মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। পেঁপে খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে এলাচ ও দারুচিনি ফোঁড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা দিয়ে নেড়ে অল্প পরিমাণ পানি দিন।


এবার হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে মুরগির মাংস ৭-৮ মিনিট রান্না করুন। পরে পেঁপে দিয়ে ঢেকে রান্না করুন। সেদ্ধ না হলে পরিমাণমতো পানি যোগ করুন। মাংস ও পেঁপে সেদ্ধ হয়ে রান্নার উপরে তেল ভেসে উঠলে নামিয়ে নিন। নামানোর আগে জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।