বুদ্ধিমানেরা যেসব বিষয়গুলোতে তর্কে যান না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৫ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৫

বর্তমান সমাজে উচ্চ বুদ্ধিমত্তা (IQ) যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স (EQ) ও সমানভাবে প্রয়োজনীয়। বুদ্ধিমান ব্যক্তিরা এটি ভালোভাবে বোঝে। তারা জানে কখন চুপ থাকা জুরুরি, প্রতিটি তর্কে জেতারও অর্থ নেই। বুদ্ধিমানেরা জানে যে কোন বিষয়ে তর্ক করতে হবে আর কোন বিষয়ে তর্ক করার প্রয়োজন নেই। বিশেষজ্ঞরা বলছেন, একজন সত্যিকারের বুদ্ধিমান ব্যক্তি জানেন কখন কথা বলতে হয়, আবার কখন চুপ থাকাই শ্রেয়। চলুন জেনে নেওয়া যাক বুদ্ধিমান মানুষেরা কোন বিষয়গুলো নিয়ে কখনো তর্ক করে না-
আরও পড়ুন: যেসব ভুলে আপনার ফ্রিজ বিস্ফোরণ হতে পারে!
অন্যের বিশ্বাস পরিবর্তনের চেষ্টা করেন না
ধর্ম, রাজনীতি কিংবা ব্যক্তিগত মূল্যবোধ—এসব বিষয় নিয়ে তর্ক করে কারো বিশ্বাস পরিবর্তন করা সম্ভব নয়, তা ভালো করেই জানেন তারা। বরং এই বিষয়ে তর্ক অনেক সময় ক্ষোভ, বিভেদ এবং সম্পর্ক নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই বুদ্ধিমানরা অন্যের দৃষ্টিভঙ্গিকে সম্মান করেন এবং মতবিরোধ এড়িয়ে চলে আলোচনার ভিন্ন পথে হাঁটেন।
ছোটখাটো ভুল নিয়ে তর্কে যান না
বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় নিজেদের সঠিক প্রমাণ করার প্রয়োজন বোধ করে না। অন্যদের অবজ্ঞা করার এবং তাদের ভুল তুলে ধরার পরিবর্তে, বুদ্ধিমান ব্যক্তিরা সেগুলো উপেক্ষা করে। তারা ছোটখাটো ভুলকে উপেক্ষা করে, এতে অন্যদের সঙ্গে সম্পর্ক সুন্দর হয়।
জেতার জন্য তর্ক নয়
শুধু তর্কে জয়ী হওয়ার মানসিকতা বুদ্ধিমানদের মধ্যে দেখা যায় না। বরং তারা বোঝেন, সব লড়াইয়ে অংশ নেওয়া বা সব তর্কে জেতা জরুরি নয়। এমন অনেক মতবিরোধ আছে, যেগুলো উপেক্ষা করাই উত্তম। তারা শান্ত থাকার মধ্যেই শক্তি খুঁজে পান।
অতীত নিয়ে লড়াই নয়
বুদ্ধিমান ব্যক্তিরা জানে যে অতীতের ভুলগুলো পুনরুজ্জীবিত করে কোনো ফলপ্রসূ জিনিস আসে না। তাই তারা অতীত নিয়ে চিন্তাভাবনা করার পরিবর্তে সমাধান এবং বর্তমান মুহুর্তের ওপর মনোনিবেশ করতে পছন্দ করে। যদি নিরাময় বা শেখার জন্য অতীত নিয়ে আলোচনা করার প্রয়োজন হয়, তবে তারা মন দিয়ে তা করে। অন্যথায়, তারা যা পরিবর্তন করা যায় না তার উপর শক্তি অপচয় করা এড়িয়ে চলে। এটি তাদের জীবনের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে।
আরওপড়ুন: পুরুষরা বর্তমানে যে কারণে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন
সংক্ষেপে বললে
তর্ক নয়, বোঝাপড়ায় বিশ্বাস করেন বুদ্ধিমানরা। সব বিষয়ে জোর করে মত চাপিয়ে না দিয়ে, তারা পরিস্থিতি ও সম্পর্ক অনুযায়ী বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেন। তাই বলা যায়, প্রকৃত বুদ্ধিমত্তা শুধুই জ্ঞান নয়, বরং তা আচরণ ও সংযমে প্রতিফলিত হয়।
এসডি/