প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যে কাজগুলো করবেন


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১২:৩২ পূর্বাহ্ন, ৮ই জুলাই ২০২৫


প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যে কাজগুলো করবেন
ছবি: সংগৃহীত

কাক ডাকা ভোরে আজকাল আমাদের উঠা আর হয়ে ওঠে না তেমন। মাঝে মাঝে উঠা হয় বিশেষ প্রয়োজনে যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে। তবে আপনি জীবনে সফলতার খোঁজ করছেন আর সকালে উঠে সে অনুযায়ী পরিকল্পনা করছেন না, সেটি একেবারেই কাম্য নয়।


উদাহরণ হিসেবে বলতে পারি মার্গারেট থ্যাচারের কথা। তিনি ভোর ৫টায় ঘুম থেকে উঠে যেতেন। আর সুস্থ থাকতে সকালে উঠার কোনো বিকল্প নেই। মূলত সকালে আমাদের কর্মক্ষতা অন্য সময়ের তুলনায় কয়েক গুণ বেশি থাকে। আর রাতে ভালো ঘুমের পর আমরা শারীরিক ও মানসিকভাবেও বেশ ফুরফুরে মেজাজে থাকি। তাই এই সময়ে যে কোনো জরুরি বিষয়ে সিদ্ধান্ত নিলে তা সঠিকভাবে নেয়া সম্ভব।


আমাদের প্রতিদিনের জীবনে কিছু বিষয় মেনে চললেই আমরা সহজেই আশানরুপ সফলতা পেরে পারি। তাই চলুন জেনে নিই সকালে উঠেই যে কাজগুলো করলে জীবন আরো সহজ হয়ে উঠবে-


আরও পড়ুন: আপনার বসার ভঙ্গিই বলে দেবে মানুষ হিসেবে আপনি কেমন

 

ঘুম থেকে উঠে পানি পান


ঘুম থেকে উঠে পানি পান করুন। এতে আপনার শরীর হাইড্রেট হবে। কেননা, রাতে ঘুমানোর পর লম্বা সময় আমরা পানি পান করি না। এতে করে শরীর ডিহাইড্রেট হয়ে যায়।

 

এ ছাড়া প্রতিদিন সকালে আপনি যখন কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হবেন, তখন নিয়ম করে অন্তত আধা লিটার পানি পান করুন। কারণ আমাদের ত্বক এবং শরীর সব কিছুর সুস্থতার জন্যই পানি অপরিহার্য। ঘুম থেকে উঠে পানি পান। কারণ আমাদের ত্বক এবং শরীর সব কিছুর সুস্থতার জন্যই পানি অপরিহার্য। সংগৃহীত ছবি

 

ব্যায়াম করুন


প্রতিদিন একটু আগে ঘুম থেকে উঠে ব্যায়াম করুন। এতে করে আপনার সারাদিন খুব ভালো যাবে। আপনি সারাদিন চাঙা থাকবেন। আমরা সাধারণত ঘুম থেকে উঠেই খেয়ে না খেয়ে কাজে দৌড় দেই। তকে সকাল যদি ৬টায় উঠতে পারি, তাহলে আমাদের হাতে অনেক সময় থাকবে। এই সময় আপনি হাঁটতে পারেন, ফ্রিহ্যান্ড এক্সারসাইজ কিংবা ইয়োগা করতে পারেন। চাইলে ঘরের টুকিটাকি কাজও সরে ফেলতে পারেন। যেমন: বিছানা গোছানো, ফার্নিচার মোছা, মেঝে পরিষ্কার ইত্যাদি।


আরও পড়ুন: বুদ্ধিমানেরা যেসব বিষয়গুলোতে তর্কে যান না

 

সকালের নাশতা ৮টার মধ্যে করুন


আমরা সবাই জানি সকালের নাশতা গুরুত্বপূর্ণ। কিন্তু দেরি করে ঘুম থেকে উঠার কারণে আমরা অনেক সময় নাশতা করি না। আবার দেরি করে উঠার ফলে না খেয়ে দ্রুত কাজের জন্য বের হয়ে যায়। যা মোটেও স্বাস্থ্যকর অভ্যাস নয়।

 

রাতের পর দীর্ঘ সময় না খেয়ে থাকায় আমাদের শরীরে বিরূপ প্রভাব পড়ে। এজন্যই নিয়মিত সকালে ওঠার অভ্যেস করতে হবে এবং সকাল আটটার মধ্যে স্বাস্থ্যকর খাবার খেয়ে কাজের উদ্দেশে বের হতে হবে। ওটস, সবজি, ডিম, দুধ আপনার জন্য সকালের স্বাস্থ্যকর খাবার হতে পারে।


আরও পড়ুন: যেসব ভুলে আপনার ফ্রিজ বিস্ফোরণ হতে পারে!

 

কাজের তালিকা তৈরি করুন


প্রতিদিন সকালে উঠে নিজের কাজের তালিকাটি তৈরি করুন। এতে অনেক সময় কাজের চাপে কোনো কিছু ভুলে গেলেও লেখা থাকলে কাজ মিস হওয়ার আশংকা থাকে না। এ ছাড়া কাজের ফাঁকে অবশ্যই নিজের জন্য সময় বের করুন। আপনার কাজ যদি একটানা বসে করার হয়ে থাকে সেক্ষেত্রে প্রতি ঘণ্টায় একটু হাঁটার অভ্যাস করুন। চাইলে অফিসের চেয়ারে বসেই হালকা কিছু হাত ও ঘাড়ের ব্যায়াম করতে পারেন।

 

সময় নিয়ে তৈরি হন


আপনি অবশ্যই চেষ্টা করুন সময় নিয়ে তৈরি হতে। এ ছাড়া সকালে কী পরে যাবেন সেই পোশাকটি রাতেই বের করে রাখুন। এতে সকালে তাড়াহুড়ো করে যেনতেন ড্রেস পরে অফিস ছুটতে হবে না। আপনি অবশ্যেই পরিবেশের সঙ্গে মানানসই পোশাকটা বেছে নিন। তাই তৈরি হওয়ার কিছুটা সময় রেখে বিছানা ছাড়ুন। সূত্র: হেলথলাইন।


এমএল/