ডিমলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৩


ডিমলায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

নীলফামারীর ডিমলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে।দিবসটি উপলক্ষে সকল বীর শহীদদের পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।


রবিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিজয় চত্বর সংলগ্ন স্মৃতি অম্লানে প্রথমে বীর মুক্তিযোদ্ধারা ও এরপর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। 


এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস,প্রেসক্লাব ডিমলাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বীর শহীদদের পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।


এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা,মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন,এরপর হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার পরিবেষণ সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।