কেন্দুয়ায় নানা রকম আয়োজনে স্বাধীনতা দিবস পালন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৩


কেন্দুয়ায় নানা রকম আয়োজনে স্বাধীনতা দিবস পালন
স্বাধীনতা দিবস

নেত্রকোনার কেন্দুয়ায় নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। 


রবিবার (২৬ মার্চ) প্রত্যুষে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম এর নেতৃত্বে   ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে ৫৩তম স্বাধীনতা দিবসের শুভ সূচনার পাশাপাশি সূর্যোদয়ের সাথে সাথে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের   ম্যুরালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

 

সকাল ৮টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র / ছাত্রীদের অংশ গ্রহণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদ, মন্দিরে মোনাজাত ও প্রার্থনা, হাসপাতালে, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, উপজেলা প্রশাসন বনাম সুধীজন,বীর মুক্তিযোদ্ধা একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। 


কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.নূরুল ইসলাম। 


কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো.আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া,কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি,সহকারী কমিশনার (ভূমি) মো.রাজীব হোসেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী হোসেন পিপিএম প্রমূখ।


আরএক্স/