ফেসবুক লাইভে এসে ১০ম শ্রেনীর ছাত্রের আত্মহত্যা

রনজু আহমেদ নিজের ফেসবুক আইডিতে লাইভ চালু করে সেখানে শিরোনাম দেয়- ‘হেরে গেছি, বিদায় ভালো থেকো তুমি, এ পৃথিবী।’
বিজ্ঞাপন
ফেসবুক লাইভে এসে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকায় রনজু আহমেদ নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
মৃত রনজু আহমেদ ওই এলাকার হরফ আলীর ছেলে এবং কাছিকাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
বিজ্ঞাপন
রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে মৃতের নিজে বাড়িতে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এলাকাবাসী জানায়, রনজু আহমেদ নিজের ফেসবুক আইডিতে লাইভ চালু করে সেখানে শিরোনাম দেয়- ‘হেরে গেছি, বিদায় ভালো থেকো তুমি, এ পৃথিবী।’ এরপর গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সাথের ঝুলে পড়ে। লাইভ চলার ৯ মিনিট পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দরজা ভেঙে ঘরে ঢুকে রশি থেকে তাকে নামায়। কিন্তু তার আগেই রনজু মারা যায়।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।








