Logo

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, পোস্টমর্টেম রিপোর্ট চেয়েছে হাইকোট

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মার্চ, ২০২৩, ১২:২০
43Shares
র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, পোস্টমর্টেম রিপোর্ট চেয়েছে হাইকোট
ছবি: সংগৃহীত

ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের দায়িত্ব নেই? রাষ্ট্র অনেক ক্ষেত্রেই নিজে মামলা করে পোস্টমর্টেম রিপোর্ট এখনই ফ্যাক্সে দিতে বলেন

বিজ্ঞাপন

নওগাঁয় র‌্যাব হেফাজতে জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় সুরতহাল ও পোস্টমর্টেম রিপোর্ট চেয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে যারা তাকে তুলে নিয়েছেন, তাদের পদবিসহ তালিকা চেয়েছেন আদালত। 

আগামীকাল মঙ্গলবার (২৮ মার্চ) তা জানাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনলে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

বিষয়টি নজরে আনলে ওই ঘটনায় মামলা হয়েছে কি না তা ১৫ মিনিটের মধ্যে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেন হাইকোর্ট। পরে তিনি খোঁজ নিয়ে জানান কোনো মামলা হয়নি। এ সময় আদালত জানতে চান কেন মামলা হয়নি?

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের দায়িত্ব নেই? রাষ্ট্র অনেক ক্ষেত্রেই নিজে মামলা করে। পোস্টমর্টেম রিপোর্ট এখনই ফ্যাক্সে দিতে বলেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রিপোর্ট আসতে সময় লাগবে। কালকে রাখেন। পরে আদালত মঙ্গলবার সবকিছু নিয়ে আসতে বলেন।

বিজ্ঞাপন

নওগাঁয় র‌্যাবের হাতে আটকের পর সুলতানা জেসমিন নামে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহকারী পদে চাকরি করতেন।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD