হ্যাকিংয়ের শিকার ঢাকা কলেজের ফেসবুক পেজ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৯শে মার্চ ২০২৩
হ্যাকিংয়ের শিকার হয়েছে ঢাকা কলেজের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ।
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল বিষয়টি সবার নজরে এসেছে।
ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইতোমধ্যেই প্রোফাইলের ছবি, কভারের ছবি, ইমেইল এবং কলেজের ঠিকানা বদলে দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, ঢাকা কলেজের অফিসিয়াল ফেসবুক পেজের নিয়ন্ত্রণে নিয়েছে ভিয়েতনামের কোন এক হ্যাকার।
এদিকে ১ মাস আগেই পেইজটি হ্যাক হয়েছে বলে জনবাণী’কে নিশ্চিত করেছে ঢাকা কলেজ প্রশাসন। পেজটি উদ্ধারে কাজও চলছে বলে নিশ্চিত করেছে প্রশাসন। এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানিয়ে কলেজ প্রশাসন।