উন্নয়নের স্বপ্ন রচনা করছে গাইবান্ধার মাটির পাট তৈরি মালিকরা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৭ পূর্বাহ্ন, ২৯শে মার্চ ২০২৩


উন্নয়নের স্বপ্ন রচনা করছে গাইবান্ধার মাটির পাট তৈরি মালিকরা
ছবি: জনবাণী

গাইবান্ধায় মৃৎ শিল্প মাটির পাট তৈরি মালিকরা উন্নয়নের স্বপ্ন রচনা করছে যাচ্ছেন। ইতিপূর্বে মাটির তৈরি পাট প্রায় বিলুপ্তির পথেই। কিন্তু বর্তমানে ল্যাট্রিনের ছো’কলে ব্যবহার হচ্ছে এই সব তৈরি পাট। 


যা বর্তমানে এলাকায় ব্যাপক চাহিদা বেড়েছে। বিভিন্ন কারখানায় সিমেন্টে তৈরি রিং পাইপ ল্যাট্রিনের ছো’কলে ব্যবহার করায় ৫/৬ বছরের মধ্যেই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। 


কিন্তু মাটির তৈরি পাট দিয়ে ল্যাট্রিনের ছো’কলে যুগ যুগ ধরে টেকসই থাকায় বর্তমানে মাটির তৈরি পাট এলাকায় ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। পাট তৈরি মালিকেরা পাট বিক্রি করে অধিক মুনাফা পাওয়ায় তুলনামূলকভাবে স্বচ্ছলতা ফিরে এসেছে।


বর্তমানে গাইবান্ধায় মৃৎ শিল্পরা মাটির তৈরি হাড়ি-পাতিলের তুলনায় পাট তৈরিতে ঝুঁকে পড়েছে।