কলাপাড়ায় দরিদ্রদের মধ্যে এক টাকায় ইফতার বিক্রি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪১ পূর্বাহ্ন, ৩০শে মার্চ ২০২৩
পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র ও অসহায় পথচারীদের মধ্যে এক টাকায় ইফতার বিক্রি করা হয়েছে। শহীদ সুরেন্দ্র মোহন চোধুরী সড়কে ফেসবুক ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর ব্যানারে সংগঠনের সদস্যরা এ ইফতার বিক্রি করে।
সংগঠনের সদস্যদের পকেট খরচ দিয়ে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এ এক টাকায় ইফতার বিক্রির উদ্যোগ নেয়। প্রথম দিনে দেড়শ মানুষকে মুড়ি, বুট, পিয়াজু, চপ, জিলাপীসহ সাত আইটেমের ইফতার দেয়া হয় এক টাকার বিনিময়ে।
এক টাকায় ইফতার পেয়ে খুশি দরিদ্র পথ শিশু, যানবাহন চালক ও দরিদ্ররা। তারা আয়োজকদের দোয়া করেন এমন মহৎ উদ্যোগ নেয়ার জন্য।
আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বলেন, তারা সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ ইফতার বিক্রির উদ্যোগ নেয়া হয়। করোনার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এ সংগঠনের সদস্যরা মানুষের পাশে দাড়াচ্ছে। তাদের উদ্দেশ্য, সবার মতো দরিদ্র মানুষও দিনভর রোজা শেষে হাসি মুখে ইফতার করুক।
আরএক্স