স্বামীর সামনেই স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:১২ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৩
স্বামীর উপস্থিতিতে লালমনিরহাটের হাতীবান্ধায় এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
এর আগে গত বুধবার দিবাগত রাতে ওই নারীকে স্বামীর উপস্থিতিতে ধর্ষণ করা হয় বলে জানান হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী ওই নারী।
খোঁজ নিয়ে এবং সূত্র থেকে জানা গেছে, উপজেলার গড্ডিমারী গ্রামের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ওই নারী বুধবার রাতে স্বামীর সাথে ৮ নং ওয়ার্ডে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু বাবার বাড়ি নিয়ে না গিয়ে তাকে অন্য একটি বাড়িতে নিয়ে যায় তার স্বামী।
হাসপাতালে ভর্তি ওই নারী বলেন, সেখানে প্রথমে তার স্বামী তার সাথে দৈহিক মেলামেশা করেন পরে গভীর রাতে জামাল নামে এক ব্যক্তি তার স্বামীর উপস্থিতিতে তাকে ধর্ষণ করেন। সকালে তাকে একটি অটো যোগে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বাবার বাড়ি থেকে তার ভাই প্রথমে তাকে হাতীবান্ধা হাসপাতালে পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন, নির্যাতিত নারীর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।