দুমকীতে প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৬ পূর্বাহ্ন, ১লা এপ্রিল ২০২৩


দুমকীতে প্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
আমিনুল মাষ্টার

পটুয়াখালীর দুমকীতে শারীরিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (২৯ মার্চ) উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী সূত্রে  জানা যায়, গত ২৯ই মার্চ মুরাদিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের  শারীরিক প্রতিবন্ধী  আফসানা  (৩৩)নামের ঐ ভুক্তভোগী নারী একই বাড়ির আমিনুল মাষ্টারের কাছে  পাওনা টাকা চাইতে গেলে  দেওয়ার কথা বলে বাসায় ডেকে নিয়ে যায়। 


পরে তার দরজার কাছে গেলে আমাকে জোরপূর্বক টেনে তুলে বাসার ভিতরে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ ব্যাপারে পটুয়াখালী আদালতে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। ভুক্তভোগীর মাতা বিউটি বেগম বলেন, আমার মেয়েকে পাওনা টাকা দেওয়ার কথা বলে আমিনুল ইসলাম বাসায় ডেকে নিয়ে যায়।পরে তার  ডাক চিৎকার শুনে আমি গিয়ে দেখি আমার মেয়েকে ধর্ষনের চেষ্টা চলছে।

  

এ ব্যাপারে অভিযুক্ত আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে একাধিকবার  যোগাযোগ করার চেস্টা করা হলেও সম্ভব হয়নি।

 

এ বিষয়ে  দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার বলেন, একটি মারধরের অভিযোগ পাওয়া গেছে , তদন্ত সাপেক্ষে আইনানুগ  ব্যবস্থা গ্রহন করা হবে।


আরএক্স/