ইসলামবাগে গৃহবধূর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:১৪ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩
রাজধানীর লালবাগের ইসলামবাগে মনিকা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ এপ্রিল) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। মনিকা রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. লিমনের স্ত্রী।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে মনিকা আত্মহত্যা করে থাকতে পারেন।
চকবাজার থানার এসআই মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পূর্ব ইসলামবাগের বাসা থেকে রবিবার সকাল পৌনে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুর কারণ তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।