প্রথম আলোর সম্পাদককে গ্রেফতার প্রশ্নে আইজিপি বললেন ‘ওয়েট অ্যান্ড সি’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৫ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩
প্রথম আলোর সম্পাদককে গ্রেফতারের বিষয়ে আইনমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি-না, জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেখেন আপনারা, কী হয়! ওয়েট অ্যান্ড সি।
রবিবার (২ এপ্রিল) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জানতে চাইলে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আমরা আমাদের প্রফেশনাল বিভিন্ন আইন নিয়ে কথা বলেছি। এটি পরিপূর্ণ পেশাদারী ইস্যু।