ইফতারের আগে সড়কে তীব্র যানজট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৩ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩


ইফতারের আগে সড়কে তীব্র যানজট
রাজধানীর সাইন্সল্যাবে সড়কে তীব্র যানজট। ছবি: জনবাণী

সপ্তাহের প্রথম কর্মদিবস ছিলো আজ। পবিত্র রমজানেরও প্রথম ১০ দিন পার হচ্ছে। সরকারি অফিস ছুটি হয়েছে বিকেল সাড়ে ৩ টায়। সবাই ঘরে ফেরায় ব্যস্ত। এদিকে ইফতারের ঠিক আগমুহুর্তে রাজধানীর সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট।


রবিবার (২ এপ্রিল) রাজধানী কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, বনানী এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।


ডিএমপির ট্রাফিক বিভাগের দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলছেন, রোজায় প্রায় একই সময়ে সব অফিস শেষ হয়। সবারই বাড়ি ফেরার তাড়া থাকে। ফলে সড়কে পরিবহনের চাপ বেড়ে যায়।


বনানীতে বাসের জন্য অপেক্ষারত বেসরকারি চাকরীজীবী শাকিল বলেন, আমার বাসা আজিমপুর এলাকায়। বিকেল ৩টায় অফিস শেষ করে বাড়ি ফিরতে হয়। কিন্তু জ্যামের কারণে সময় মতো বাসায় ফিরতে পারেন না তিনি।


ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান জানান, রমজানে যাতে রাজধানীর সড়কগুলোয় যানজট সৃষ্টি না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থাই আমরা নিয়েছি। রাস্তায় যাতে অবৈধ গাড়ি পার্কিং না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।