এক কাতল বিক্রি হলো ২৯ হাজারে


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২৩ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩


এক কাতল বিক্রি হলো ২৯ হাজারে
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদী থেকে ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ ২৮ হাজার ৮৭৫ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।


রবিবার (২ এপ্রিল) জেলে আনোয়ার হালদারের জালে মাছটি ধরা পড়েছে।


স্থানীয়রা জানিয়েছেন, জেলে আনোয়ার হালদার রাতে পদ্মায় মাছ ধরতে বের হন। ভোরে তাদের জালে বড় একটি কাতল মাছ ধরা পড়ে। পরে ফেরিঘাটে মাছটি বিক্রির জন্য আনলে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ২৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।


মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাগেরহাট জেলার একজন ক্রেতার কাছে কাতল মাছটি প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে ২৮ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করেছি।