শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে অটিস্টিক শিশুদের বয়স শিথিল করা হবে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:২০ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩


শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে অটিস্টিক শিশুদের বয়স শিথিল করা হবে
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভায় কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে অটিস্টিক শিশুদের বয়স শিথিলের চিন্তা করছে সরকার।


রবিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 


মন্ত্রী বলেন, অটিস্টিক শিশুদের একসময় অভিশাপ ও বোঝা মনে করা হতো। কিন্তু, এই শিশুদের বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ দক্ষতা আছে। আমাদের উচিত, তাদের এই দক্ষতাগুলো বের করে আনা।


তিনি বলেন, এই ধরনের বিশেষ শিশুদের পাবলিক পরীক্ষার খাতা ভিন্নভাবে মূল্যায়ন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে তাদের বয়স শিথিল করার চিন্তা করা হচ্ছে।


মন্ত্রী বলেন, অটিজম বিষয়ে সারা বিশ্বেই এটা নিয়ে তেমন সচেতনতা ছিল না। আত্মীয়দের কাছ থেকেও গোপন করা হতো। এই বাচ্চাদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়া হতো না।