৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা আজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩


৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা আজ
ছবি: সংগৃহীত

আজ সোমবার বৃহত্তর গাজীপুরসহ ৫ টি সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।


সূত্র জানিয়েছে, গাজীপুর সিটির সম্ভাব্য ভোট হতে পারে আগামী ২১ মে।


এছাড়াও খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিলের প্রাথমিক সিদ্ধান্ত হতে পারে আজকের বৈঠকে। 


সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।


আগামী মে মাসের শেষ থেকে জুনের মধ্যে এই পাঁচ সিটি কর্পোরেশনে নির্বাচন আয়োজনের নীতিগত সিদ্ধান্ত আগেই নিয়ে রেখেছে ইসি।