বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা বৃদ্ধ গ্রেফতার


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৩


বিদেশি ইউটিউবারকে বিরক্ত করা বৃদ্ধ গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্টকে বিরক্ত করা সেই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (৩ এপ্রিল) সকালে ট্যুরিস্ট পুলিশের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।


এর আগে অস্ট্রেলিয়ান ইউটিউবার লুক ডামান্ট এক ফেসবুক পোস্টে বৃদ্ধার সঙ্গে একটি ভিডিও দিয়ে জানান, বাংলাদেশে এই লোকটি পরিহার করুন।


ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা জানান, কোথায় আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি যাতে তারা (বিদেশি পর্যটক) আসে আমাদের দেশে। আর কোথায় সব ভণ্ডুল করার জন্য কিছু লোক বসে আছে। এ জন্যই সকল সচেতন মানুষের খেয়াল রাখতে হবে- যেন আমাদের চোখের সামনে কেউ কোনো বিদেশি পর্যটককে যন্ত্রণা না করে। বিদেশি পর্যটকদের আমাদের এখানে আসা যে কতোটা গুরুত্বপূর্ণ তা সবার বুঝতে হবে।


এদিকে, ওই ব্যক্তি গ্রেফতার হওয়ায় ট্যুরিস্ট পুলিশকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ইউটিউবার লুক ডামান্ট।