আগামী অর্থবছরে সারের দাম বাড়বে না: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৮ এএম, ৪ঠা এপ্রিল ২০২৩

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক নিশ্চিত করে বলেছেন, অর্থ মন্ত্রণালয় চাপ দিলেও আগামী অর্থবছরে সারের দাম বাড়ানো হবে না। আগামী অর্থবছরে দেশে ৬৮ লাখ ৪২ হাজার ৫০০ টন রাসায়নিক সারের প্রয়োজন হবে।
সোমবার (৩ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গত চার বছরে প্রধানমন্ত্রী সারের দাম এক টাকাও বাড়াননি। অর্থ মন্ত্রণালয় বারবার আমাদের ওপর চাপ দিচ্ছে যে, সারের দাম বাড়ান, আমরা অর্থ যোগাড় করতে পারছি না, আমরা আপনাদের অর্থ দিতে পারছি না। কিন্তু প্রধানমন্ত্রী অনড়, তিনি কিছুতেই সারের দাম বাড়াবেন না।
তিনি বলেন, এ পরিপ্রেক্ষিতে আজকেও আমরা আলোচনা করেছি। এ বছরও আমাদের সারের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। সারের দাম বাড়ানো হবে না। আগামী ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ লাখ ৪২ হাজার ৫০০ টন সারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রাজ্জাক বলেন, ডিএপি লাগে ৫ থেকে ৬ লাখ টন। এটির দাম কমানোর জন্য চাহিদা নির্ধারণ করা হয়েছে ১৬ লাখ টন। টিএসপি সাড়ে সাত লাখ টন ও এমওপির চাহিদা ধরা হয়েছে ৯ লাখ টন।
জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, চার লাখ টন ইউরিয়া মজুত আছে। টিএসপি দুই লাখ টন, ডিএপি আড়াই লাখ টন, এমওপি সোয়া দুই লাখ টন মজুত আছে।