বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত ৮


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৩


বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত ৮
হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: সংগৃহীত

বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ অন্তত ৮জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ঢামেক এবং বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। 


মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।


আহতরা হলেন- ফায়ারসার্ভিস কর্মী রবিউল ইসলাম অন্তর (৩০), আতিকুর রহমান রাজন (৩৫), বাকিরা হলে-, নিলয় (৩৫), শাহিন (৪০), রিপন (৪০) রুবেল (৩২), দুলাল মিয়া (৬০)। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে ফায়ারকর্মী মেহেদি হাসান (২৮)।


লালবাগ ফায়ার স্টেশনের ইন্সপেক্টর অর্জুন বাড়ৈ জানান, অ্যানেক্স টাওয়ারের ৪ তলায় ঢুকেছিলেন ফায়ারম্যান মেহেদী। তবে ধোঁয়ায় সেখানে আটকে পড়েন। পরে অন্য পাশ দিয়ে তাকে বের করা হয়। এরমধ্যেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি।


ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ৭ জন ঢামেক হাসপাতালে ও একজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।