পুলিশ সদর দফতরে আগুন: সাময়িক বন্ধ জাতীয় জরুরি সেবা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৪ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৩
বঙ্গবাজারে মার্কেটে লাগা আগুন ছড়িয়ে পড়েছে পুলিশ সদর দফতরের ব্যারাকে। এদিকে এ পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা পৌনে ১২টা দিকে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকের চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে বঙ্গবাজারের ৫টি মার্কেট। আগুন পুলিশ হেড কোয়ার্টারের সীমানা প্রাচীর ঘেঁষা চারতলা ব্যারাকেও ছড়িয়ে পড়েছে।
এ অবস্থায় জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেড কোয়ার্টার।