সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৩


সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজার কাপড়ের মার্কেটে লাগা আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে জানানো হয়েছে। 


ক্ষুদে বার্তায় বলা হয়, বঙ্গবাজারের আগুন ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।


এর আগে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।