পদ্মা সেতুর প্রথম ট্রেনচালক রবিউল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৭ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩
পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চালিয়েছেন লোকো মাস্টার (চালক) রবিউল ইসলাম। এদিকে পদ্মা সেতুতে চলাচলকারী ট্রেনের প্রথম চালক হতে পরে গর্বিত তিনি।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টায় ফরিদপুরের ভাঙ্গা জংশনে সংবাদমাধ্যমে এ প্রতিক্রিয়া জানান তিনি।
সাংবাদিকদেরকে রবিউল ইসলাম বলেন, যখন প্রথম জানতে পারলাম যে পরীক্ষামূলক প্রথম ট্রেন চালাবো, তখন থেকেই উচ্ছ্বাস কাজ করছে। ইতিহাসের অংশ হতে পারে নিজেকে গর্বিত লাগছে।
সেতুতে রেললাইন স্থাপনের কাজ শেষ হওয়ায় পুরো সেতুতে মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেন চালানোর প্রস্তুতি নেন প্রকৌশলীরা। দুপুরে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পরীক্ষামূলক এ ট্রেন চলাচলের উদ্ধোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
পরে মুন্সিগঞ্জের মাওয়া স্টেশন পর্যন্ত ৪১ দশমিক ৫ কিলোমমিটার অংশে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে।