বঙ্গবাজারে আগুন, পুলিশ সদর দফতরের ব্যারাক ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৬ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ সদর দফতরের পশ্চিম পাশে অবস্থিত পুলিশ সদস্যদের থাকার ব্যারাক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কিন্তু এ ঘটনায় কারও প্রাণহানি হয়নি।
মঙ্গলবার (৪ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের মিডিয়া বিভাগের ডিসি ফারুক হোসেন।
ফারুক হোসেন বলেন, ভবনটিতে পুলিশ সদস্যদের থাকার জন্য দুই, তিন, চার ও পাঁচতলায় ব্যারাক ছিল। কিন্তু এই তলাগুলো পুড়ে গেছে। সবশেষে নিচতলায় ছিল পুলিশের পল মার্ট। যে সুপার শপটি বছর খানের আগে পুলিশের পক্ষ থেকে উদ্বোধন করা হয়েছিল। তবে সেটি বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। দ্রুত তার ভেতরের মালামাল সরিয়ে নিয়েছে পুলিশ সদস্যরা।
একটি সূত্র জানিয়েছে, ভবনটিতে আগুন লাগার ফলে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নথিগুলো কিসের তা জানা যায়নি।
এদিকে মার্কেটের একজন ব্যবসায়ী জানান, প্রথমে আগুনটি লাগে মার্কেটের দক্ষিণ পাশে। এরপর তা ছড়িয়ে পড়ে। দ্বিতীয় দফায় তা পুলিশ সদর দফতরের পশ্চিম পাশে থাকা সাত তলা ভবনে লেগে যায়।