বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: এড. ইমদাদুল হক সেলিম


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪০ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩


বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: এড. ইমদাদুল হক সেলিম
বক্তব্য দিচ্ছেন এড. ইমদাদুল হক সেলিম

ফুলবাড়িয়া উপজেলার বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল)দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  


সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা অ্যাড. ইমদাদুল হক সেলিম।


তিনি বলেন, বিএনপি-জামাত জোট এর সন্ত্রাসীদের উপর নজর রাখতে হবে। তারা যেকোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে। আগামী দিনের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে। 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নেতা এম. এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন,উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. তোফাজ্জল হোসেন, আব্দুস সালাম বিএ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মুন্জুরুল হক মুন্জু, সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেল, ছাইফুল ইসলাম খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ,সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।