মঙ্গলবার সিনিয়র ৮ সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

নির্বাচন
কমিশন গঠনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় আট সিনিয়র সাংবাদিকের
সঙ্গে বৈঠক করবে অনুসন্ধান (সার্চ) কমিটি।
মঙ্গলবার
(১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ
বিভাগের যুগ্মসচিব শফিউল আজিমের সই করা একটি চিঠি ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠানো
হয়েছে।
নতুন
ইসি গঠনে গত শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত
এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি।
বিশিষ্টজনদের মতামত নিতে পরের দিন রবিবারও (১৩ ফেত্রুয়ারি) বিকেলে বৈঠক হয়। দু-দিনের
সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক
বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা
সভায় অংশ নেন।
মন্ত্রিপরিষদ
বিভাগ থেকে জানা গেছে, মঙ্গলবারের সভায় উপস্থিত থাকবেন বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক
ইনাম আহমেদ চৌধুরী, দৈনিক নিউ এইজ সম্পাদক নূরুল কবীর, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর
সোবহান, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা
পরিচালক অঞ্জন চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও চ্যানেল আইয়ের বার্তা
প্রধান শাইখ সিরাজ।
বর্তমান
নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ আজ (১৪ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন
কমিশন গঠনের কথা ছিল। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭
জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয়
সংসদে পাস হয়।
আর
ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই
কমিটি ১০ জনের নাম প্রস্তাব করার পর সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন
কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
ওআ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিমানে বোমা পাওয়া যায়নি, ফ্লাইট চলবে

বন্যায় টেলিযোগাযোগ চালু রাখতে দেওয়া হলো জেনারেটর

মোহাম্মদপুর থেকে ‘কিশোর গ্যাং লিডার’ ফালান যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার
